কালিয়াচক

ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হল ৫৫ তম উরুস

 

ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ৫৫ তম উরুস হাফিজি পালিত হল কালিয়াচকের দারিয়াপুরে। প্রতি বছরের ন্যায় এই বছরও আরবি রমজান মাসের ১৪ তারিখে এই উরুস সম্পন্ন হয়।

    এই উরুস শরীফকে কেন্দ্র করে উত্তর দারিয়াপুর, নয়াবস্তি, সালেপুর, ইমাম নগর ও নওয়াদা ছাড়াও কালিয়াচক ও কালিয়াচকের বাইরের হাজার হাজার ভক্ত সামিল হন। এদিন রোজা শুরুর পর থেকেই এলাকার জনসাধারণের মধ্যে একটি সাজো সাজো রব ওঠে। জাতীয় সড়কের ধারে দারিয়াপুর, নয়াবস্তি, সাতঘড়িয়া ও সালেপুরে বেশ কিছু তোরণ তৈরি করা হয়। ঈদের আগে রোজার মধ্যে এলাকা জুড়ে থাকে খুশির আমেজ।

 জানা যায়, ১৯৬৯ সালের ২৫ শে নভেম্বর তথা আরবি ১৩৮৯ হিজরির ১৪ ই রমজান কালিয়াচকের উত্তর দারিয়াপুরে ইন্তেকাল করেন সুফি শাহ হাফিজ রিয়াজুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তার পরের বছর থেকে প্রত্যেক বছর এদিনটিকে এলাকার মুসলিম সমাজ অতি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে আসছেন। দুপুর থেকে বিভিন্ন গ্রামের শত শত লোকজন চাদর চড়ান মাজার শরীফে। সেই সঙ্গে সারা বিশ্বের মানবজাতির কল্যাণের জন্য ও বিশ্ব ভ্রাতৃত্ব বোধ রক্ষার জন্য দোয়া প্রার্থনা করা হয়।